Skip to main content

তথ্যপ্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান


  • কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ডআইকিন।
  • আধুনিক কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
  •  বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল- ENIC.
  •  এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
  •  কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
  •  কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
  • পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
  •  কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
  •  বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
  •  ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
  •  ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
  •  ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
  •  HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
  •  কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
  •  উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
  •  কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
  •  আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার
  •  OCR হল Optical Character Recognition.
  •  চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
  •  OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
  •  MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা পড়া হয়।
  •  IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
  •  বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
  •  কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
  •  মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
  •  সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
  •  মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
  •  প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
  •  কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
  •  পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।                                                                                                                                                                                                                                                                                                                                                            [বি.দ্র. ইন্টারনেট থেকে সংগৃহীত]  

Comments

Popular posts from this blog

বাংলাদেশ বিষয়ক সাধারণজ্ঞান

প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? উত্তর : ভেদরগঞ্জ , শরীয়তপুর। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ? উত্তর : নাটোর ( সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট ) প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর : কুয়াকাটা , পটুয়াখালী। প্রশ্ন : বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ( দ্বিতীয় জাপান ) প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর : ড . জামালউদ্দিন ( বাংলাদেশ ) প্রশ্ন : ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ? উত্তর : রংপুর। প্রশ্ন : বাংলাদেশ রাইফেসলস (BDR)- এর পরিববর্তিত নাম কি ? উত্তর : “ বর্ডার গার্ড বাংলাদেশ ” (BGB) প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ? উত্তর : ২৩ জানুয়ারী , ২০১১। প্রশ্ন : কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ? উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্...

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(পাস) ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহে ২০১৭-২০০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(পাস) কোর্সে অনলাইন ভর্তি কাযক্রম আগামী ১৭ জানুয়ারী ২০১৮ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী ২০১৮ পযন্ত আবেদন করা যাবে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অনলাইন আবেদন লিংক... ক্লিক করুন

The Collective Global Accelerator 2018

Programme details The Collective Global Accelerator (CGA) is the world's first co-living accelerator programme focused on social entrepreneurs. CGA is a 4-week residential experience at our co-living facility The Collective Old Oak in London. We bring together some of the best and brightest social entrepreneurs from all over the world, with diverse backgrounds and businesses. We want to help you scale your impact on the world.