Skip to main content

তথ্যপ্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান


  • কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ডআইকিন।
  • আধুনিক কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
  •  বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল- ENIC.
  •  এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
  •  কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
  •  কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
  • পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
  •  কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
  •  বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
  •  ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
  •  ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
  •  ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
  •  HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
  •  কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
  •  উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
  •  কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
  •  আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার
  •  OCR হল Optical Character Recognition.
  •  চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
  •  OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
  •  MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা পড়া হয়।
  •  IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
  •  বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
  •  কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
  •  মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
  •  সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
  •  মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
  •  প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
  •  কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
  •  পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।                                                                                                                                                                                                                                                                                                                                                            [বি.দ্র. ইন্টারনেট থেকে সংগৃহীত]  

Comments

Popular posts from this blog

বাংলাদেশ বিমান কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বিপুল পরিমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত নিন্মে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে........