- কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ডআইকিন।
- আধুনিক কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
- বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল- ENIC.
- এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
- কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
- কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
- পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
- কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
- বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
- ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
- ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
- ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
- HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
- কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
- উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
- কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
- আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার।
- OCR হল Optical Character Recognition.
- চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
- OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
- MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।
- IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।
- বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
- কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।
- মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।
- সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।
- মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।
- প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।
- কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।
- পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা। [বি.দ্র. ইন্টারনেট থেকে সংগৃহীত]
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? উত্তর : ভেদরগঞ্জ , শরীয়তপুর। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ? উত্তর : নাটোর ( সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট ) প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর : কুয়াকাটা , পটুয়াখালী। প্রশ্ন : বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ( দ্বিতীয় জাপান ) প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর : ড . জামালউদ্দিন ( বাংলাদেশ ) প্রশ্ন : ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ? উত্তর : রংপুর। প্রশ্ন : বাংলাদেশ রাইফেসলস (BDR)- এর পরিববর্তিত নাম কি ? উত্তর : “ বর্ডার গার্ড বাংলাদেশ ” (BGB) প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ? উত্তর : ২৩ জানুয়ারী , ২০১১। প্রশ্ন : কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ? উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্...
Comments
Post a Comment