- কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।
- কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
- কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
- বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
- ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
- RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
- কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল
- WWW হলো- World Wide Web.
- ১ বাইটে বিটের সংখ্যা ৮।
- মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
- ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024। E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
- বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
- CPU হলো Central Processing Unit.
- হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
- বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
- 3G বলতে বুঝায়- Third Generation.
- প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
- কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।
- UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
- কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
- ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
- কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
- কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।
- কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি। [বি.দ্র: ইন্টারনেট থেকে সংগৃহীত]
The British Council IELTS Scholarships scheme was first introduced in 2015 with an aim to make foreign education more accessible to Bangladeshi students. Overwhelmed by the response, the scheme was re-launched in August 2016 to continue to support IELTS candidates in achieving their dreams of a foreign education. Last year, five winners from across the country were awarded a scholarship worth BDT 300,000 each. Study destinations include UK, Australia, Malaysia and Germany.
Comments
Post a Comment