- কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।
- কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
- কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
- বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।
- ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
- RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
- কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।
- মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল
- WWW হলো- World Wide Web.
- ১ বাইটে বিটের সংখ্যা ৮।
- মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
- ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024। E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।
- বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।
- CPU হলো Central Processing Unit.
- হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।
- বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।
- 3G বলতে বুঝায়- Third Generation.
- প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।
- কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।
- UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।
- কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
- ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।
- কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
- কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।
- কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি। [বি.দ্র: ইন্টারনেট থেকে সংগৃহীত]
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? উত্তর : ভেদরগঞ্জ , শরীয়তপুর। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ? উত্তর : নাটোর ( সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট ) প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর : কুয়াকাটা , পটুয়াখালী। প্রশ্ন : বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ( দ্বিতীয় জাপান ) প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর : ড . জামালউদ্দিন ( বাংলাদেশ ) প্রশ্ন : ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ? উত্তর : রংপুর। প্রশ্ন : বাংলাদেশ রাইফেসলস (BDR)- এর পরিববর্তিত নাম কি ? উত্তর : “ বর্ডার গার্ড বাংলাদেশ ” (BGB) প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ? উত্তর : ২৩ জানুয়ারী , ২০১১। প্রশ্ন : কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ? উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্...
Comments
Post a Comment