Skip to main content

শিক্ষাবৃত্তির নিয়ে থাইল্যান্ডে পড়াশুনার করার সুযোগ








1. ব্যাচেলর অব আর্টস ডিগ্রী• উচ্চ বিদ্যালয় (গ্রেড 6) বা সমমানের একটি সার্টিফিকেট• ইংরেজী দক্ষতা পরীক্ষায় একটি পাস বা অন্তত 550 বা তার সমতুল্য TOEFL স্কোর।



2. আর্টস ডিগ্রী মাস্টার (ইংরেজি এবং চীনা মাধ্যম)• একটি স্বীকৃত বা স্বীকৃত তৃতীয় প্রতিষ্ঠান থেকে একটি চার বছর ব্যাচেলর ডিগ্রী, 2.75 একটি সর্বনিম্ন গ্রেড পয়েন্ট গড় সঙ্গে• পলি সার্টিফিকেটের লেভেল নয়ন (গার্হস্থ্য আবেদনকারীদের জন্য)• ইংরেজী দক্ষতা পরীক্ষায় একটি পাস বা অন্তত 550 বা তার সমতুল্য TOEFL স্কোর।3. দর্শনশাস্ত্রের ডাক্তার (ইংরেজী ও চীনা মাধ্যম)• মাস্টার ডিগ্রি বা সমমানের হোল্ডার, ভাল একাডেমিক রেকর্ড (জিপিএ 3.5 বা উচ্চতর) সহ:• বৌদ্ধ স্টাডিজ বা অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির অ্যাকাডেমিক পটভূমি একেবারে অপরিহার্য নয় তবে একটি সম্পদ।• কমপক্ষে 550 বা তার সমতুল্য TOEFL স্কোর দ্বারা নির্দেশিত ইংরেজি ভাষায় দক্ষতা।আরও তথ্যের জন্য: টেলিফো না: + 66-74-53620২, + 66-74-536203; মোবাইল ফোন: + 66-81-9593895ওয়েবসাইট: http://ibc.ac.th/; ই-মেইল: ibc.admin2007@gmail.com; http://ibc.ac.th/en/programsএম.এ. প্রবেশিকা পরীক্ষাকাগজ 1: ইংরেজি দক্ষতা পরীক্ষা (২ ঘন্টা)সাক্ষাৎকার, শ্রবণশক্তি, ব্যাকরণ, পড়াশোনা পড়া, লেখাকাগজ 2: বৌদ্ধ জ্ঞান পরীক্ষার (1 ঘণ্টা)একাধিক চয়েসেস, ব্রিফ রেফরেন্স এন্ড এস রাইটিং।বৌদ্ধ জ্ঞান পরীক্ষার জন্য পাঠ পড়া উপকরণগুলি নিম্নরূপ:1) বুদ্ধ শেখ (ওয়ালপোল রাহুলা)2) আলোকিত বৃক্ষ (পিটার ডেলা সান্তিনি)3) বৌদ্ধ চিন্তাধারার ইতিহাস (ই.জে. টমাস)বিএ এন্ট্রান্স পরীক্ষাইংরেজি দক্ষতা পরীক্ষা (২ ঘন্টা)সাক্ষাৎকার, ব্যাকরণ, পড়া শিখতে, লেখাআবেদন জমা:নীচে তালিকাভুক্ত প্রয়োজনীয় নথি দিয়ে আপনার আবেদন জমা দিন:• ভর্তি, মেডিকেল রিপোর্ট এবং সুপারিশ চিঠি জন্য সঠিক ফর্ম;• আইডি কার্ডের ফটোকপি (কেবল থাই নাগরিকদের জন্য) বা পাসপোর্ট দুই পাসপোর্ট আকারের ছবি সহ;• বি। আবেদনকারী: (1) সিনিয়র উচ্চ বিদ্যালয় অথবা উপরে সনদপত্রের সার্টিফাইড কপি; (2) সার্টিফাইড সরকারী অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।• এম.এ. আবেদনকারীর জন্য: (1) B.A. এর সার্টিফাইড কপি স্নাতক সনদপত্র; (২) সরকারী একাডেমিক প্রতিলিপি এর সার্টিফাইড অনুলিপি।• পিএইচডি জন্য আবেদনকারী: (1) B.A. এর সার্টিফাইড কপি এবং এম.এ. স্নাতক সার্টিফিকেট; (২) সকল সরকারি অ্যাকাডেমিক প্রতিলিপিগুলির সার্টিফাইড কপি।
বিস্তরিত জানার জন্য এই লিংক ক্লিক করুন-

Comments

Popular posts from this blog

বাংলাদেশ বিষয়ক সাধারণজ্ঞান

প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ? উত্তর : ভেদরগঞ্জ , শরীয়তপুর। প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ? উত্তর : নাটোর ( সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট ) প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর : কুয়াকাটা , পটুয়াখালী। প্রশ্ন : বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ( দ্বিতীয় জাপান ) প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর : ড . জামালউদ্দিন ( বাংলাদেশ ) প্রশ্ন : ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ? উত্তর : রংপুর। প্রশ্ন : বাংলাদেশ রাইফেসলস (BDR)- এর পরিববর্তিত নাম কি ? উত্তর : “ বর্ডার গার্ড বাংলাদেশ ” (BGB) প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ? উত্তর : ২৩ জানুয়ারী , ২০১১। প্রশ্ন : কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ? উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্...

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(পাস) ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহে ২০১৭-২০০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(পাস) কোর্সে অনলাইন ভর্তি কাযক্রম আগামী ১৭ জানুয়ারী ২০১৮ থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারী ২০১৮ পযন্ত আবেদন করা যাবে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অনলাইন আবেদন লিংক... ক্লিক করুন

The Collective Global Accelerator 2018

Programme details The Collective Global Accelerator (CGA) is the world's first co-living accelerator programme focused on social entrepreneurs. CGA is a 4-week residential experience at our co-living facility The Collective Old Oak in London. We bring together some of the best and brightest social entrepreneurs from all over the world, with diverse backgrounds and businesses. We want to help you scale your impact on the world.